এবার বাংলা, মুসলিম ব্যক্তিকে চড়-ওঠবোস করিয়ে বলানো হল 'জয় শ্রীরাম'!
হাইলাইটস
- দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী বলেছেন, 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস'।
- অর্থাৎ জাত, ধর্ম নির্বিশেষে তিনি সকলের সঙ্গে, সকলের বিকাশের জন্যে এবং সকলের বিশ্বাস অর্জনে কাজ করে যাবেন।
- কিন্তু বাস্তবে?
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী বলেছেন, 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস'। অর্থাৎ জাত, ধর্ম নির্বিশেষে তিনি সকলের সঙ্গে, সকলের বিকাশের জন্যে এবং সকলের বিশ্বাস অর্জনে কাজ করে যাবেন। কিন্তু বাস্তবে?
বাস্তবে গোটা দেশজুড়েই শুরু হয়েছে সেই বিদ্বেষের সুর। কোথাও ফেজ টুপি পড়ার জন্যে মুসলিম ব্যক্তিকে মারধর, কোথাও বা গোরুকে কেন্দ্র করে মুসলিমদের (এমনকী মহিলাও) অত্যাচার। কিন্তু সেসবই ছিল ভিনরাজ্যে।
এবার বাদ গেল না বাংলাও। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে এক বাঙালি মুসলমান ব্যক্তিকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে। বলতে বলা হচ্ছে জয় শ্রীরাম, শুধু তাই নয়, তাঁকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর নেওয়া যাবে না। কোনও তৃণমূল নেতার সঙ্গেও তাঁকে যেন আরও দেখা না যায়।
বাস্তবে গোটা দেশজুড়েই শুরু হয়েছে সেই বিদ্বেষের সুর। কোথাও ফেজ টুপি পড়ার জন্যে মুসলিম ব্যক্তিকে মারধর, কোথাও বা গোরুকে কেন্দ্র করে মুসলিমদের (এমনকী মহিলাও) অত্যাচার। কিন্তু সেসবই ছিল ভিনরাজ্যে।
এবার বাদ গেল না বাংলাও। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে এক বাঙালি মুসলমান ব্যক্তিকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে। বলতে বলা হচ্ছে জয় শ্রীরাম, শুধু তাই নয়, তাঁকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর নেওয়া যাবে না। কোনও তৃণমূল নেতার সঙ্গেও তাঁকে যেন আরও দেখা না যায়।
बंगाल में बीजेपी का खेल शुरू हो चुका है।— Ali / مُحمّد شیر علی (@MohammadS_Ali9) May 29, 2019
एक बुजुर्ग मुस्लिम से ज़बरदस्ती जय श्री राम के नारे लगवाया गया, कान पकड़कर उठकर बैठक करवाया गया , इसके बाद बदतमीज़ी भी किया , कुछ भगवा गुंडों ने , जो #शर्मनाक है। @MamataOfficial @nusratchirps @abhishekaitc @bainjal @SanjayAzadSln pic.twitter.com/LXGsLlYKlp
এই ধরণের ঘটোনা আমাদের বাংলাতে আর জনো না হয় ্তাই এই নিউজটি সেয়ার করে সবাইকে জানিয়ে দিণ।
এবার বাংলা, মুসলিম ব্যক্তিকে চড়-ওঠবোস করিয়ে বলানো হল 'জয় শ্রীরাম'!
Reviewed by Binoy kumar Das
on
June 01, 2019
Rating:
No comments